
ঢাকার সাভারে পাওনা তিন হাজার টাকার জন্য কুকুরের সঙ্গে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতনের অভিযোগ উঠেছে মামুন নামের এক ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে।
বুধবার (৮ মে) সকাল থেকে তাকে দোকানের খুঁটিতে কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
পরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকার একটি ভাঙারির দোকান থেকে রবিউল ইসলাম নামের ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
ভুক্তভোগী একসময় মামুনের সঙ্গে ব্যবসা করলেও বর্তমানে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার গ্রামের বাড়ি নিলফামারী।
ভুক্তভোগী রবিউল বলেন, কিছু দিন আগে তিনি ভাঙারি মালামাল
সংগ্রহ করে মামুনের দোকানে বিক্রি করতেন। তখন তার কাছে মামুনের তিন হাজার টাকা পাওনা ছিল। সেই টাকার জন্য আজ সকালে তাকে ধরে এনে দোকানের খুঁটিতে একটি কুকুরের সঙ্গে বেঁধে মারধর করেন মামুন।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিকলের বাঁধা রিকশাচালককে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন অভিযুক্ত মামুন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, শিকলে বাঁধা ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
বিবার্তা/ শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]