৪ দফা দাবিতে কুষ্টিয়ায় সরকারী ম্যাটস শিক্ষার্থীদের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও মৌনমিছিল
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৭
৪ দফা দাবিতে কুষ্টিয়ায় সরকারী ম্যাটস শিক্ষার্থীদের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও মৌনমিছিল
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৪ দফা দাবিতে কুষ্টিয়ায় সরকারী মেডিকেল অ্যাসিস্টেন্ট স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও মৌনমিছিল করেছেন।


১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মোন্তাসির মামুন কৌশিকের নেতৃত্বে ম্যাটস ক্যাম্পাস থেকে একটি মৌনমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখানে মোমবাতি প্রজ্বলন করে।


উল্লেখ্য, প্রায় একমাস ধরে ৪দফা দাবিতে কুষ্টিয়ায় সরকারী মেডিকেল অ্যাসিস্টেন্ট স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা আন্দোলন ও বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন। এসব দাবির মধ্যে রয়েছে, ১ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, ৪বছরের একাডেমিক কোর্স বহাল রেখে ১বছরের ইন্টার্ণশিপসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ শিক্ষাবোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন এবং শুন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজন করা। এসব দাবি বাস্তবায়নে গত ১৬ আগস্ট থেকে ম্যাটস শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করে আসছেন।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com