
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাঙামাটির ১০ উপজেলার মধ্যে সদর, বরকল, কাউখালী ও জুরাছড়ি উপজেলায় আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে জেলার জুরাছড়ি ও বরকল উপজেলার দুর্গম এলাকার ৯টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হয়।
৬ মে, সোমবার সকালে ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকজন হেলিকপ্টারে করে সেই কেন্দ্রগুলোতে যান।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বলেন, চার উপজেলার মধ্যে জুরাছড়ি ও বরকলে দুইটি উপজেলার ৯টি ভোটকেন্দ্র দুর্গম এলাকায় হওয়ায় নির্বাচনি সরঞ্জাম ও লোকজনকে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে।
আজকে জুরাছড়ির ৭টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারযোগে পৌঁছে দেওয়া হয়েছে। বরকল উপজেলার দুই কেন্দ্রে আগামীকাল নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের প্রেরণ করা হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]