হিলিতে প্রাথমিকের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি বেলাল, সম্পাদক নওশাদ
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১৬:৪৪
হিলিতে প্রাথমিকের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি বেলাল, সম্পাদক নওশাদ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির ত্রৈবার্ষিক নির্বাচন শান্তি পূর্ণ ও আনন্দ মুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে।


২৬ আগস্ট, শনিবার বাংলাহিলি-১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিরতিহীন ভাবে বিকেল তিনটা পর্যন্ত ভোট চলে।


নির্বাচনে সভাপতি পদে প্রধান শিক্ষক বেলাল হোসনে (২৫) ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামান আলী পেয়েছেন (২১) ভোট। সাধারণ সম্পাদক পদে প্রধান শিক্ষক নওশাদ আলী পেয়েছেন (৩০) ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ পেয়েছেন (১৫) ভোট। সহ-সভাপতি পদে প্রধান শিক্ষক আবু উবায়দা মিয়া পেয়েছেন (২৫) ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফির উদ্দিন পেয়েছেন (২১) ভোট। সাংগঠনিক সম্পাদক পদে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক পেয়েছেন (২৭) ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন পেয়েছেন (১৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


এছাড়াও ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রধান শিক্ষকগণ হলেন, সহ-সভাপতি (মহিলা) পদে প্রধান শিক্ষক মোছা. শাহনাজ বেগম হেনা, যুগ্ম সম্পাদক (পুরুষ) জহুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক (মহিলা) মোছা. কাওছার পারভীন (লিপি), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মজমেল হক, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. মুমিনুর রশিদ, দপ্তর সম্পাদক আ. বারেক, প্রচার ও মিডিয়া সম্পাদক যোগেন্দ্রনাথ, অর্থ সম্পাদক সুলতানা পারভীন, ক্রীড়া সম্পাদক নাজমুছ সায়াদত, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ওয়াহিদা নাজনীন বানু ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আকতার প্রমুখ।


নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জামান আলী (৩০), সাধারণ সম্পাদক নওশাদ আলী (৩১) সহ-সভাপতি আবু উবায়দা মিয়া (২৭) ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক (২৮) পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও ইতিপূর্বে ১১ টি পদে ১১ জন প্রধান শিক্ষক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


তিনি আরও বলেন, প্রধান শিক্ষক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দ্বায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আব্দুল খালেক। আজ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেন। সহকারী প্রিজাইডিং অফিসার সাইদুর রহমান ও পোলিং অফিসার তারেক রহমান।


বিবার্তা/রব্বানী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com