ফকিরহাটে গার্ল গাইডস এসোসিয়েশনের ওয়রিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১৭:২৩
ফকিরহাটে গার্ল গাইডস এসোসিয়েশনের ওয়রিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের বাগেরহাটের ফকিরহাট শাখার আয়োজনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।


২৩ আগস্ট, বুধবার বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপি এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান। বিশেষ আলোচক ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশন জেলা কমিশনার মোসা. ফারহানা আক্তার।


এতে সভাপতিত্ব করেন গার্ল গাইডস এসোসিয়েশনের ফকিরহাটের স্থানীয় কমিশনার ছায়া রানী দাস।


ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশান আরাসহ অন্যান্যরা।


সহকারী শিক্ষক শেখ সুমন হোসেনের সঞ্চালনায় এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা, গার্ল গাইডস এসোসিয়েশনের ফকিরহাট শাখার সেক্রেটারী বিধিলিপি, কোষাধ্যক্ষ শিউলী রানী কুন্ডসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।


বিবার্তা/সুমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com