গোপালগঞ্জে ‘জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান’ রায়ের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১৭:০৩
গোপালগঞ্জে ‘জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান’ রায়ের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান সুপ্রীম কোর্টের রায়ের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


২৩ আগস্ট, বুধবার গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়াম জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদ কেন্দ্রীয় কমিটি এ সেমিনারের আয়োজন করে।


সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মিজামুল হক নাসিম।


সেমিনারের উদ্বোধন করেন জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ।


বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, ডেপুটি অ্যটর্নি জেনারেল অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।


গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক আজহারুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ও গোপালগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়সল সিদ্দিকী।



পরে জয় বাংলা শেখ রাসেল মেধাবৃত্তি এবং গোপালগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।


দুপুরে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান পরিষদের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


এরপর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেয়।


এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত অগ্রগতি, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য‌প্রার্থনা করা হয়।


এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তারা স্বাক্ষর করেন।


বিবার্তা/সঞ্জয়/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com