নড়াইলে বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১৫:১২
নড়াইলে বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নড়াইলে বঙ্গবন্ধু ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা হয়েছে।


২৩ আগস্ট, বুধবার সকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী।


প্রধান আলোচক, অনুষ্ঠানের সমন্বয়ক ও বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড শেখ মো. তরিকুল ইসলাম।


সভায় বক্তব্য দেন, অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের নড়াইল জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ মতিন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক দেবাশিস কুন্ডু মিটুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সিংহ, সহকারী অধ্যাপক (ঢাকা সিটি কলেজ) দেলোয়ার রহমান দিপু, সভাপতি পূজা উদযাপন পরিষদ কলোড়া ( ইউনিয়ন শাখা) প্রণব মিত্র প্রমুখ।


আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির রঞ্জন বিশ্বাস।


প্রধান আলোচক অ্যাড শেখ মো. তরিকুল ইসলাম বলেন, এদেশ আমার আপনার সকলের, সকল ধর্মের লোকদের। এখানে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। দুঃখজনক হলেও সত্য দিন দিন হিন্দু ধর্মাম্বলী লোকজন আশংকাজনক হারে কমে যাচ্ছে। এটা বন্ধ করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।


আলোচনা সভায় মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আলোচনার আগে স্কুলের ৫জন ছাত্রছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধেও চেতনা বাস্তবায়নের উপর আলোচনার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।


বিবার্তা/শরিফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com