বি‌দেশী প্রভুরা এ‌সে কাউ‌কে ক্ষমতায় ব‌সি‌য়ে দি‌তে পারে না: মিলন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ২১:৪৭
বি‌দেশী প্রভুরা এ‌সে কাউ‌কে ক্ষমতায় ব‌সি‌য়ে দি‌তে পারে না: মিলন
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বি‌দেশী প্রভুরা এ‌সে কাউ‌কে ক্ষমতায় বসা‌তে পা‌রে না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন কেন্দ্রীয় আওয়ামী লী‌গের কার্যনির্বাহী প‌রিষ‌দের সদস‌্য ও বা‌গেরহাট-৪ আস‌নের সংসদ সদস‌্য অ‌্যাড‌ভো‌কেট আ‌মিরুল আলম মিলন।


‌২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবা‌দে আজ ২১ আগস্ট, সোমবার বেলা ১১টায় বাগেরহা‌টের মো‌রেলগগঞ্জ উপ‌জেলা ও পৌর যুবলীগ আ‌য়ো‌জিত বি‌ক্ষোভ সমা‌বে‌শের প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তিনি এ মন্তব‌্য ক‌রেন।


অ‌্যাড‌ভো‌কেট মিলন ব‌লেন, জন‌নেত্রী প্রধানমন্ত্রীর উন্নয়ন আর জন‌প্রিয়তা দে‌খে জন‌বি‌চ্ছিন্ন বিএ‌নপি ভয় পে‌য়ে‌ছে। তাই নির্বাচ‌নে নি‌শ্চিত পরাজয় দে‌খে স্বাধীনতা বি‌রোধী‌দের নি‌য়ে নতুন ক‌রে ষড়যন্ত্র কর‌ছে। নির্বাচন বানচা‌লের প‌রিকল্পনা কর‌ছে।


তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। আওয়ামী লীগ ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল। দেশের ক্ষমতা পরিবর্তনের সিদ্ধান্ত জনগণের হাতে। কোন বিদেশী প্রভুর হাতে নয়। জনগণ যতদিন চাইবে, আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে। তাই বিদেশীদের কথায় ক্ষমতা বদল হবে না।


তি‌নি আ‌রো ব‌লেন, নির্ধা‌রিত সময় সং‌বিধান অনুযায়ী নির্বাচন হ‌বে। আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়, আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ।


উপ‌জেলা যুবলী‌গের আহবায়ক মোজাম্মেল হক মোজা‌মের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম আহবায়ক অ‌্যাড. তা‌জিনুর রহমান পলা‌শের সঞ্চালনায় সমা‌বে‌শে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহ-সভাপ‌তি ইখ‌তিয়ার হো‌সেন দিলাল, মাহামুদ আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর র‌শিদ, সাংগঠ‌নিক সম্পাদক অ‌শোক সাহা, দপ্তর সম্পাদক ইলিয়াছ হো‌সেন দুলাল প্রমূখ।


এর আ‌গে, যুবলী‌গের আ‌য়োজ‌নে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল শহ‌রের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে সভাস্থ‌লে এ‌সে শেষ হয়। এতে আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতা-কর্মীরা অংশগ্রহণ ক‌রেন।


বিবার্তা/রাজু/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com