ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার নারী
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১৪:৫৭
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার নারী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক নারী দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হয়েছেন। রবিবার (২০ আগস্ট) সন্ধ্যায় শহরের পূর্ব পাইকপাড়ার রাম ঠাকুর আশ্রমের সামনে এ ঘটনা ঘটে।


ছিনতাইয়ের শিকার প্রতিমা দেবনাথ পাইকপাড়ার গগন সাহা রোডের দুর্গা ভবনের বাসিন্দা। এ ঘটনার পর এলাকায় ছিনতাই আতঙ্ক দেখা দিয়েছে।


ছিনতাইয়ের শিকার প্রতিমা দেবনাথ জানান, তার ছেলে নির্জন দেবনাথকে প্রাইভেট পড়াতে রামঠাকুর আশ্রমের গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় এক ছিনতাইকারী তাদের পেছন থেকে এসে গলা থেকে দুটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। তার কিশোর ছেলে ছিনতাইকারী ঝাপটে ধরলে তাকে কিল ঘুসি দিয়ে জুতা ফেলে দৌড়ে পালিয়ে যায়।


তিনি আরো জানান, ছিনিয়ে নেয়া দুটি সোনার চেইনের ওজন পৌনে দুই ভরি। বিষয়টি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে জানানো হয়েছে।


এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেফতারের জন্যে শহর ১নং ফাঁড়ির ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।ছিনতাইকারীকে ধরতে এবং ছিনিয়ে নেয়া সোনার চেইন উদ্ধার করতে অভিযান শুরু করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com