ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ২২:৪৮
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন পলাতক আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে সরাইল থানার চাঞ্চল্যকর হাফিজ উদ্দিন হত্যা মামলার ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা।


র‌্যাবের অভিযানে হাফিজ উদ্দিন (৪০) হত্যা মামলার ৩ জন পলাতক আসামিকে ময়মনসিংহ জেলার ভালুকা ও নেত্রকোণা জেলার দুর্গাপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেন।


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) এর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামীরা গত ৪ আগস্ট হরিপুর সমজ আলীর বাড়ির রাস্তায় হাফিজ উদ্দিন (৪০) কে একা পেয়ে হাফিজ উদ্দিন এর গতিরোধ করে মারপিট করে ধারালে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত কাঁটা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে।


চিকিৎসাধীন অবস্থায় হাফিজ উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় মৃত হাফিজ উদ্দিন এর স্ত্রী শাহানা আক্তার বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিল। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব উক্ত মামলার ছায়া তদন্ত শুরু করে।


র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার আসামি রায়হান (২৫) ও সাইফুল (২৭) ’কে ১০ আগস্ট রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় নেত্রকোণা জেলার দুর্গাপুর থানা এলাকা থেকে এবং ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে রাত আনুমানিক ২টা ৩০মিনিটে গ্রেফতার করা হয়।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com