ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৪:৩৩
ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ স্লোগানকে সামনে রেখে বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা এবং বন্য প্রাণী সংরক্ষণ উৎসাহিত করতে দেশ জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে প্রথম ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড-২০২৪।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় এ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। সারাদেশ থেকে দুইটি ক্যাটাগরিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে ৩০টি প্রশ্নে ও জাতীয় পর্যায়ে ৪০টি প্রশ্নে পরীক্ষা দেবেন।


অলিম্পিয়াডে নিবন্ধন করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। অলিম্পিয়াডের ওয়েবসাইট www.bfdwlo.org এ নিবন্ধন করা যাবে।


দেশব্যাপী ৬৪ জেলায় এ অলিম্পিয়াড আয়োজিত হবে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। জাতীয় পর্বের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com