শরীয়তপুর জেলা যুব সংহতির আহবায়ক সুজন ও সদস্য সচিব সিয়াম
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২৩:৫৬
শরীয়তপুর জেলা যুব সংহতির আহবায়ক সুজন ও সদস্য সচিব সিয়াম
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয় যুব সংহতি শরীয়তপুর জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক অনুমোদন করা হয়েছে।


সোমবার (২৮ জুলাই) রাতে দলীয় প্যাডে বাংলাদেশ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হারুন-অর-রশিদ ও সদস্য সচিব মো. খলিলুর রহমান সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে এরদোয়ান সুজন-কে আহবায়ক ও মো. সিয়াম-কে সদস্য সচিব করা হয়। এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন-যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, মো. হৃদয় মোল্লা, সোহাগ সরদার, মো. সোরহাব খান, সদস্য আক্তার হোসেন খান, আল-আমিন বেপারী, মো. স্বপন চৌকিদার, মো. শাহীন সিকদার, সাগর বোস, মো. এসকেন্দার মির্জা,


টোটন চন্দ্র দাস, মো. মামুন সরদার,আশিক বেপারী, মো. সিহাবুল ইসলাম ও মো. সজিব সরদার।


নবনির্বাচিত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বাংলাদেশ জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হারুন-অর-রশিদ ও সদস্য সচিব মো. খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


অন্যদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দকেও দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


বিবার্তা/আকন্দ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com