
আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রশাসনে প্রয়োজন অনুযায়ী রদবদল আনার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে।
আজাদ মজুমদার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আসন্ন। এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত হয়েছে।
কোন প্রক্রিয়ায় রদবদলগুলো হবে এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব বলেন, রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যেখানে প্রয়োজন হবে শুধু সেখানেই রদবদলের সিদ্ধান্ত হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]