
পিরোজপুরের ইন্দুরকানীর বলেশ্বর ও কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদফতর।
মঙ্গলবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. আইনুল নিশাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৯টি চর গরা জাল ও ২টি বেহুন্দি জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ জাল নির্মূলের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মৎস্য আইন বাস্তবায়নে আমাদের অভিযান চলমান থাকবে।
বিবার্তা/ শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]