ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে সিএনজি অটোরিকশা ধর্মঘট
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৭:৫২
ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে সিএনজি অটোরিকশা ধর্মঘট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এনে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিকরা।


কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) সকাল থেকে জেলা জুড়ে প্রধান প্রধান সড়কসহ মহাসড়কে সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং রোগীদের গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।


চাপ বেড়েছে বাসসহ অন্যান্য গণ পরিবহনে। দুর্ভোগের মাত্রা আরো বাড়ে বিক্ষুদ্ধরা কুমিল্লা- সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করার ফলে। এতে মহাসড়কের দু'পাশে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। এক পর্যায়ে যাত্রীরা পায়ে হেটে তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন। পরে পুলিশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ৩ ঘন্টা পর বেলা ১২টার দিকে যান চলাচল শুরু করে। তাদের ৩ দফা দাবি, জব্দকৃত সকল সিএনজি চালিত অটোরিশা ছেড়ে দেওয়া, পারমিট অনুযায়ী জেলা সর্বত্র অবাধ চলাচল এবং ট্রাফিক বিভাগের হয়রানি বন্ধ করার দাবি আদায় না হওয়া পর্যন্ত সিএনজি অটোরিকশা ধর্মঘট চলমান থাকবে বলে জানিয়েছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com