
রাজবাড়ীর পাংশায় ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে মো. আক্কাস আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড় খোলা গ্রামের ওই কৃষকের শোবার ঘরে এ ঘটনা ঘটে। আক্কাস আলী মন্ডল বড় খোলা গ্রামের মো. কহর আলী মন্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন আক্কাস আলী। রাত ১১টার দিকে তিনি পায়ে ব্যথা অনুভব করেন। আলো জালিয়ে দেখতে পান তার পা থেকে রক্ত বের হচ্ছে। সেখানে সাপে কেটেছে বলে ধারণা করা হয়। অসুস্থ্য অবস্থায় আক্কাস আলীকে স্থানীয় আহম্মদ সাপুড়িয়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপর রোগীর অবস্থা অবনতি হতে থাকলে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রোগীর মৃত্যু হয়।
সোমবার দুপুরে স্থানীয় কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, এই অঞ্চলে সাপের উপদ্রপ বেড়েছে। গতরাতে আমার ওয়ার্ডে আক্কাস আলী নামে এক কৃষককে সাপে কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পথে কৃষকের মৃত্যু হয়। মৃতদেহ কবর দেওয়া হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন এস এম মাসুদ বলেন, আমাদের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রয়েছে। কোন রোগীকে সাপে কেটেছে এমন সন্দেহ হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরামর্শ এই কর্মকর্তার।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]