শিকলবাহায় পানিবন্দি ৬ হাজার পরিবারকে খাবার বিতরণ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১৫:২৭
শিকলবাহায় পানিবন্দি ৬ হাজার পরিবারকে খাবার বিতরণ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ হাজার পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর আলম।


১০ আগস্ট, বৃহস্পতিবার পানিবন্দি মানুষের হাতে চেয়ারম্যানের পক্ষে থেকে এসব খাবার পৌঁছে দিয়েছেন শিকলবাহা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যগণ। রান্না করা এসব খাবারের মধ্যে ছিল সাদা ভাত, মুরগির রোস্ট, মুগ ডাইল, সিদ্ধ ডিম ও পানি। এ সময় ঝুঁকিতে থাকা এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন।


খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন-কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, শিকলবাহা ইউনিয়নের সকল ইউপি সদস্য এবং মো. শওকত, মো. শুক্কুর, মো. নুর আলম তপন, আলমগীর হোসেন, বাহাদুর খাঁন, মো. নজরুল, পিংকু শীল, আরিফ হোসেন প্রমুখ।


ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, ‘রেকর্ড পরিমাণ বৃষ্টিতে অনেক এলাকায় পানি উঠেছে। মানুষজন ঘরে বন্দি হয়ে আছে। এমন সংবাদ পেয়ে তাদের জন্য শিকলবাহার চেয়ারম্যান খাবারের ব্যবস্থা করেছেন। বেশ ভালো উদ্যোগ নিয়েছেন তিনি। বিপদে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। পানিবন্দি ও ঝুঁকিপূর্ণ মানুষদের সরিয়ে নিতে উপজেলা প্রশাসনও নানা কার্যক্রম গ্রহণ করেছে। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের তালিকা উপজেলায় পাঠাবেন। আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্যের ব্যবস্থা করব।’


জানা যায়, শুধু জলমগ্ন মানুষের মাঝে খাবার পৌঁছে দেননি শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর আলম। করোনাকালেও হাজার হাজার মানুষকে শুকনো খাবার ও আর্থিক সহযোগিতা করে জনপ্রতিনিধি হিসেবে পাশে ছিলেন।


বিবার্তা/জাহেদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com