গুরুদাসপুরে ইউএনও’র সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৮:৫৬
গুরুদাসপুরে ইউএনও’র সংবাদ সম্মেলন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ৯ আগস্ট, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গৃহহীন-ভূমিহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। বিষয়টি অবহিত করতে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় সংবাদ সম্মেলন করেছেন।


৭ আগস্ট, সোমবার বিকাল ৪টার দিকে তার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গুরুদাসপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় সংবাদ সম্মেলন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গৃহহীন-ভূমিহীনদের মাঝে ২২ হাজার ১০১টি জমির দলিলসহ আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করবেন। যার মধ্যে নাটোরের সিংড়া উপজেলার ৩৫৯টি, নল ডাঙায় ১০৮ টি ও সদর উপজেলায় ১০০টি ঘর অন্তর্ভুক্ত রয়েছে।


ওইদিন সারাদেশের মতো প্রধানমন্ত্রীর অনলাইন লাইভ অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা সংযুক্ত থাকবে। অনুষ্ঠানে উপকারভোগী ছাড়াও জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাগণ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি।


ইউএনও আরো জানান, ইতোমধ্যে চলতি বছরের ২২ মার্চ কয়েক দফায় গুরুদাসপুরে ৫০৬টি ঘর (ব্যারাকসহ) হস্তান্তরের মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আর নাটোর জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করতে প্রস্তাবনা পাঠানো হয়েছে।


বিবার্তা/জনি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com