রাজশাহীতে শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১৫:৩৪
রাজশাহীতে শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেছেন, দাবি আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। শপথ নিতে হবে- দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একইসঙ্গে শিক্ষকদের আন্দোলন বাধাগ্রস্ত করতে যারা তৎপর তাদের ব্যাপারেও সাবধান থাকতে হবে।


এসময় তারা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এবং এর অন্তর্ভুক্ত ৯টি শিক্ষক পরিষদের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরেন। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার সভাপতি প্রফেসর ড. মো. কামরুল আহসান।


এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার জেনারেল সেক্রেটারি ড. মাওলানা কুদ্দুসুর রহমান।


উপস্থিত ছিলেন শিক্ষক ফেডারেশনের মহানগর শাখার উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শিক্ষক নেতা অধ্যাপক মো. কামরুজ্জামান, অধ্যাপক মিনহাজুল ইসলাম, অধ্যাপক মো. সাইফুল ইসলাম প্রমুখ।


সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা চার দফা দাবি তুলে ধরেন।


দাবিগুলো হলো- সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে আর্থিক বৈষম্য দূর করা এবং স্বতন্ত্র বেতন কাঠামো চালু করা; সকল বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসাকে জাতীয়করণ এবং পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ভাতার ব্যবস্থা করা; শতভাগ বোনাস ও সম্মানজনক বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি করা এবং সকল ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করা।


সংবাদ সম্মেলনে শিক্ষকদের জোর দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।


বিবার্তা/মোস্তাফিজুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com