খানসামায় দুই ফার্মেসী ও একটি স’মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১৬:৩৭
খানসামায় দুই ফার্মেসী ও একটি স’মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রি করার দায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় দুই ফার্মেসি ও বিধিমালা লঙ্ঘন করায় একটি স’মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


২৯ জুলাই, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাকেরহাট ও টংগুয়া বাজারে এই অভিযান পৃথক পৃথকভাবে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকেরহাট বাজারের ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রি করার দায়ে এ এফ আর ফার্মেসি ও টংগুয়া বাজারে ফারুক ফার্মেসিতে ৫ হাজার টাকা করে ও বিধিমালা লঙ্ঘন করায় একটি স’মিল ও ১টি ঔষধের দোকানের লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।


ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও আইন মান্য করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এই ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/জামান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com