শাহজালালে বিমানের সিট থেকে ২৬ কেজি সোনা উদ্ধার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ২১:৪৯
শাহজালালে বিমানের সিট থেকে ২৬ কেজি সোনা উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।


সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের এআরও সারোয়ার কবীর।


তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমানবন্দরে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিমানটির ১১টি সিটের নিচ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে।


সারোয়ার কবীর আরো জানান, উদ্ধার সোনার পেস্টের ওজন প্রায় ২৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।


উদ্ধার সোনার বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ইভেন্ট্রি করে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এআরও সারোয়ার কবীর।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com