
জমে উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ২১ মে ইভিএম পদ্ধতিতে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মোট সর্বমোট ২৩ জন প্রার্থীর অংশগ্রহণ করছেন।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একই দলের হেভিওয়েট একাধিক প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ডজন খানেক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করায় জমে উঠেছে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে উপজেলার রাস্তাঘাট, অলিগলি, হাট-বাজার, পাড়া মহল্লায় এখন মিছিল মিটিং প্রচার-প্রচারণায় স্লোগানে মুখরিত। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার অলিগলি সর্বত্রই। তীব্র গরমকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। প্রচণ্ড রোদ যেন তাদের কাছে হার মেনে যাচ্ছে। নিজেদের পক্ষে ভোট প্রার্থনায় নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। নিজেদের অবস্থান থেকে জয়ের ব্যাপারে প্রত্যেকে আশাবাদী। প্রচারণা এবং ভোট প্রার্থনায় মরিয়া হয়ে উঠেছেন সবাই।
এবার নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (ঘোড়া), বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য সোলায়মান হোসেন (মোটরসাইকেল), বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. ইমরান (আনারস), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাছলিমা আক্তার লিপি (কাপ-পিরিচ) ও চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু (দোয়াত কলম)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আছলাম হোসেন (তালা), উসমান গণি জুয়েল (টাইপ রাইটার), আরিফ খাঁন (বই), তৌকির হাসান (আইসক্রীম), শরীফ মোহাম্মদ শাহারিয়া (টিউবয়েল), দুলাল হোসেন (টিয়া পাখি), মুছলিম উদ্দিন মন্টু (গ্যাস সিলিন্ডার), ফারুক হোসেন (চশমা), শফিকুল ইসলাম (মাইক), নূর ছালাম (পালকি), আব্দুল মমিন লাল মিয়া (উড়োজাহাজ) ও মনছের আলী (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়ছেন।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আকতার (বৈদ্যুতিক পাখা), মরিয়ম বেগম (প্রজাপতি), মিরা আক্তার (ফুটবল), রশিদা বেগম (হাঁস), মুন্নি আক্তার (সেলাই মেশিন) ও মোছা. মাজেদা (কলস) প্রতীকে নিয়ে নিয়ে নির্বাচনি মাঠে রয়েছেন।
উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দেওয়ানগঞ্জ উপজেলা। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ১১৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৬৯৭ ও মহিলা ১ লাখ ১১ হাজার ৪১৯। ভোট কেন্দ্রের সংখ্যা ৭৪টি ভোট কক্ষের সংখ্যা ৫২৪টি।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেশ চন্দ্র সরকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় বলেছেন, ২১ মে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে কোন সংশয় সন্দেহ নেই।
বিবার্তা/ওসমান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]