
ভোট বর্জনের লিফলেট বিতরণকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ তিন নেতাকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। পরে টমটম পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের।
গ্রেফতারকৃত অপর নেতাকর্মীরা হলেন, খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।
নেতাকর্মীরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের জনমত তৈরির লক্ষ্যে ১৬ মে, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বিএনপির নেতা এম এন আবছারের নেতৃত্বে আদালত সড়কে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিল। এ সময় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসানের নেতৃত্বে তিন বিএনপি নেতাকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান বলেন, খাগড়াছড়ি শহরে টমটম পোড়ানোর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]