চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩
প্রকাশ : ১৬ মে ২০২৪, ২১:৩১
চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীতে ছাপিনুর রহমান (৫০) নামে এক অটোচালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।


১৬ মে, বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।


গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী পৌরসভার বাড়াই পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে জলিল ইসলাম ইসলাম ওরফে পিনিক বাবু (৩০), সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মধ্য সুটিপাড়া ফুলতলা এলাকার মজিবুল হকের ছেলে রাসেল মিয়া (২২) ও উত্তর হাড়োয়া পঞ্চপুকুর এলাকার মরহুম মজির আলীর ছেলে ফেরদৌস আলম (৩৫)।


পুলিশ সুপার গোলাম সবুর এ সময় জানান, গত ১২ মে রাত ১২টার সময় ঘাতকরা যাত্রীবেশে ছাপিনুরের অটোরিকশাতে উঠে তাকে পৌর শহরের ধনি পাড়া তিস্তা সেচ ক্যানেল এলাকায় নিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে গলা কেটে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থানান্তর করেন। সেখানে যাবার পথে মৃত্যুবরণ করে ছাপিনুর।


এই ঘটনায় তাৎক্ষণিক ঘাতকদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। এক পর্যায়ে ছিনতাইকৃত অটোসহ ঘাতক রাসেল মিয়াকে ঢেলাপির থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে ফেরদৌস ও জলিলকে শহরের গাছবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সুজন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com