
নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ মে, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্রসহ প্রমুখ।
গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, আমি জেলার প্রধান শিক্ষক হয়ে যে সুনাম অর্জন করেছি সেটা আমি গোবরা পার্বত্য বিদ্যাপীঠ কে অর্পণ করলাম।
আমি অন্য চাকরির সুযোগ পেয়েও যায়নি কারণ ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল শিক্ষকতা পেশার। আমি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও এলাকার অংশীজনের সাথে সুসম্পর্ক স্থাপন করেছি।
উল্লেখ্য তিনি ২০১৮ সালে সরকারিভাবে ম্যানেজমেন্টের উপর থাইল্যান্ডের ব্যাংককে তিন সপ্তাহের কোর্স কমপ্লিট করেছেন।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]