
চাঁপাইনবাবগঞ্জে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রিশাত (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৬ মে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে।
বজ্রপাতে মৃত রিশাতের চাচা তারেক জানান, আজ বিকেলে কালবৈশাখি ঝড় শুরু হলে রিশাত আম কুড়াতে যায়। ঝড়ের সময় বজ্রপাত হলে সে মারা যায়। তার লাশ বাগানে পড়ে ছিল। ঝড় শেষে স্থানীয়রা আম বাগানে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাকসুদ রুপক বজ্রপাতে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]