
চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে পাঁচজন ভুয়া ডিবির সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) রাত ১০টার দিকে মধুরোড রেলস্টেশনের পাশে সিএনজিচালিত অটোরিকশায় এসে লোকজনের পথ অবরুদ্ধ করে তল্লাশি করার সময় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসীম উদ্দিন।
আটককৃতরা হলেন-ফরিদগঞ্জের পশ্চিম গোবিন্দিয়ার ইলিয়াস কাজীর ছেলে নাজির হোসেন (৩৬), শাহরাস্তির উয়ারুকের ফকির বাড়ির তাজুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম (৩০), মতলব দক্ষিণের গোবিন্দিয়া পিংড়ার মিলন খানের দিদার খান (৪২), মতলব দক্ষিণের ভাংগারপার এলাকার সোহরাব উদ্দিনের ছেলে শরিফুল্লা প্রদানিয়া (৪০) এবং চাঁদপুর সদরের মান্দারি এলাকার মৃত ওসমান গনির ছেলে খোকন সর্দার (৪০)।
স্থানীয়রা জানান, আটক ৫ জন এর আগেও অটোরিকশাযোগে এসে ডিবির নাম ব্যবহার করে লোকজনকে বোকা বানিয়ে তল্লাশি করে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজি করেছে। আজকেও কয়েক জায়গায় এরা লোকজনকে হয়রানি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপর মধুরোড রেলস্টেশন এলাকায় এসে তরুণ যুবকদের তল্লাশিকালে অনেকের সন্দেহ হয় এবং তাদেরকে অবরুদ্ধ করা হয়।
এসএসআই জসীম উদ্দিন বলেন, স্থানীয়রা খবর দিলে আমরা ডিবির অ্যাপ্রোন পরা অবস্থায় তাদের পাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভুয়া ডিবি সেজে মানুষ হয়রানি এবং প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। পরে ওদেরসহ অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]