ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাবৃত্তি ও সর্বোচ্চ পৌর করদাতাদের সম্মাননা প্রদান
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১৭:৫২
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাবৃত্তি ও সর্বোচ্চ পৌর করদাতাদের সম্মাননা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সর্বোচ্চ পৌর করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।


১৭ জুলাই, সোমবার সকালে লোকনাথ টেংকের পার পৌর কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।


পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোপানুল ইসলাম।


স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কূদ্দুস।


সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে নিতে পৌর সভা যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। একই সাথে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা জানানোয় সাধারণ মানুষ কর প্রদানে আরো আগ্রহী হবে।


আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থীর মাঝে ৩লক্ষ ৫ হাজার টাকা প্রদান এবং ১০জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com