বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১৭:৪০
বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রলি (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে।


১৫ জুলাই, শনিবার দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয়মাইল মল্লিকবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজমাতা কলসগ্ৰামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উত্তর রহমতপুর এলাকার সিনবাদ (পিতা অজ্ঞাত)।


বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন।


তিনি বলেন, ঢাকা থেকে বরিশাল আসার পথে ছয়মাইল মল্লিকবাড়ির সামনে গুণগুণ পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরেকজনের মৃত্যু হয়। আহত ও নিহতরা সবাই ট্রলিতে ছিলেন।


ওসি আরও বলেন, ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com