দেশি-বিদেশী চক্রান্ত মোকাবেলা করে যথাসময়ই নির্বাচন হবে: ইনু
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১৭:৪৯
দেশি-বিদেশী চক্রান্ত মোকাবেলা করে যথাসময়ই নির্বাচন হবে: ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ, সাংবিধানিক ধারা অব্যাহত রাখা এবং সংবিধান রক্ষার একমাত্র পথ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা। এর বাইরে যারা সরকার উৎখাত এবং সংবিধান অদল-বদলের কথা বলে তারা নির্বাচনের নামে সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতে চাচ্ছে।


৮ জুলাই, শনিবার সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিস হাউজে জাতীয় আইনজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন হাসানুল হক ইনু।


হাসানুল হক ইনু আরো বলেন, সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দেশি-বিদেশী চক্রান্ত মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ই অনুষ্ঠিত হবে।


এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ এবং জাতীয় আইনজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com