পাংশা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে
সাংবাদিক নাদিমের হত্যার প্রতিবাদে সভা
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ২২:৫১
সাংবাদিক নাদিমের হত্যার প্রতিবাদে সভা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত বাংলা নিউজ-এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৮ জুন) বিকেল ৫টায় রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাব- এর উদ্যোগে অস্থায়ী কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


এর আগে প্রতিবাদ সভার ব্যানারে একটি মৌন মিছিল পাংশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক কালীবাড়ি মোড় ঘুরে সভা স্থলে ফিরে আসে। পরে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।


প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পাংশা সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শহিদুর রহমান, পাংশা উপজেলা প্রাথমিক সমিতির সাবেক সভাপতি এ কে এম শরিফুল হুদা সাগর, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার।


আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সেলিম মাহমুদ, প্রচার সম্পাদক হামজা শেখ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পাংশা উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, মানবাধিকার কর্মী ইদ্রিস আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


বক্তারা বলেন, সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরাধীরা তাকে হত্যার মাধ্যমে দীর্ঘদিনের আক্রোশ মিটিয়েছে। হত্যাকাণ্ডের মূলহোতাসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদকর্মীরা।


বিবার্তা/মিঠুন/রোমেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com