রূপপুর প্রকল্পের যন্ত্রাংশ চুরি, আটক ৪
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:৩৭
রূপপুর প্রকল্পের যন্ত্রাংশ চুরি, আটক ৪
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের যন্ত্রাংশ চুরির সময় হাতেনাতে চার ব্যক্তিকে আটক করেছে প্রকল্পের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ৯ জুন, শুক্রবার রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানিতে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি এজাহার জমা হয়েছে।


আটককৃতরা হলেন, উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বরমপুর গ্রামের শিপন প্রামানিকের ছেলে তানিক ইসলাম (১৮), একই গ্রামের মৃত সেন্টু প্রামানিকের ছেলে মো. রায়হান প্রামানিক (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮) ও পাকশী ইউনিয়নের চররূপপুর বিশ্বাস পাড়ার লিটন প্রামানিকের ছেলে সাকিব প্রামানিক (২৮)। আটকের সময় তাদের কাছ থেকে চুরির বিভিন্ন মালামাল জব্দ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।


এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) পারভেজ হোসেন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আইআরএফ বাহিনীর সহায়তায় শুক্রবার ভোর ৫টার দিকে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে নিকিমথ কোম্পানির কর্মকর্তাদের খবর দেয়া হয়।


খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিরা এসে জব্দ মালামাল যাচাই-বাছাই করে চুরির বিষয়ে নিশ্চিত হয়। পরে কোম্পানির সিকিউরিটি অফিসার ড্যানিস তেরোখভ বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে চুরির এজাহার জমা দেন। পরে রূপপুর পুলিশ ফাঁড়ি ওই মামলায় আটক চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেন।


এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার (ওসি) অরবিন্দ সরকার বলেন, রূপপুর প্রকল্পের যন্ত্রাংশ চুরির সময় আটক চারজনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। মামলা নথিভুক্ত হলে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।


বিবার্তা/সউদ/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com