চিলমারীতে নদী ভরাট করে ‘বন্দর’ স্থাপনের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৮ মে ২০২৩, ২০:৪২
চিলমারীতে নদী ভরাট করে ‘বন্দর’ স্থাপনের দাবিতে মানববন্ধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুরের তীর ভরাট করে নৌ বন্দর স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয়রা।


২৮ মে, রবিবার দুপুরে উপজেলার রমনা ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে শতাধিক নারী-পুরুষ সম্মিলিতভাবে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন।


বাস্তহারা, ভূমিহীন ও অসহায় জনগণ ঐক্য পরিষদের উদ্যোগে ভিটে-বাড়ি অধিগ্রহণ না করে নদী ভরাট করে বন্দর স্থাপনের দাবী জানান বক্তরা।


মানববন্ধনে বক্তারা বলেন, তারা বহুবার নদী ভাঙ্গনের শিকার হয়ে বর্তমান স্থানে কোন রকমে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। চিলমারী বন্দরের জন্য তাদের শেষ সম্বল ভিটে বাড়িটুকু অধিগ্রহণ করা হলে তারা কোথায় যাবেন। তাই জমি অধিগ্রহণের পরিবর্তে ব্রহ্মপুত্র নদের তীর ভরাট করে চিলমারী নৌ বন্দর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন, বাস্তহারা, ভূমিহীন ও অসহায় জনগণ ঐক্য পরিষদের সভাপতি মো. বাদশা আলমগীর, উপদেষ্টা একরামুল হক একরাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল হান্নান, সদস্য মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।


বিবার্তা/রাফি/সউদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com