
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন চলছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
ভোট গ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দুই উপজেলাতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োজিত রয়েছে।
রায়পুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মামুনুর রশিদ (আনারস) ও আলতাফ হোসেন হাওলাদার মাস্টার (মোটরসাইকেল) প্রার্থী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবিএম বারাকাত বিন জাকারিয়া (টিউবওয়েল) ও মো. আনেয়ার হোসেন (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার (কলস), কোহিনুর বেগম (ফুটবল) ও হাজী মাজেদা বেগম (প্রজাপতি) প্রার্থী হয়েছেন।
এ উপজেলার ৭৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০২ এবং নারী ভোটার ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন।
রামগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মো. দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (মোটরসাইকেল), মো. ইমতিয়াজ আরাফাত (আনারস), ফয়েজ বক্স বাবুল (দোয়াত কলম) ও মো. মোশাররফ মুশু (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সোহেল রানা (তালা), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (চশমা) ও কামরুল হাসান (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার (কলস), সামসেদ আক্তার (ফুটবল), রোকসানা সামসুদ্দিন (হাঁস) ও সুরাইয়া আক্তার (পদ্মফুল) প্রার্থী হয়েছেন।
এ উপজেলাতে ১০২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬২৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬১০ জন ও নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ১৮ জন।
পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। কোন ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা, আইন যাতে কেউ ভঙ্গ করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে। সরকার এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। পুরো এলাকায় নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।
বিবার্তা/সুমন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]