
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
২১ মে, মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ট্রেনটি নরসিংদীর আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়।
এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ। বর্তমানে ট্রেনটি একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের সাহায্যে নরসিংদী রেলওয়ে স্টেশনে এনে রাখা হয়েছে।
তিতাস কমিউটার ট্রেনে খানাবাড়ী রেলস্টেশন থেকে ঢাকাগামী নিয়মিত যাত্রীরা জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া থেকে ৫টা ১০ মিনিটে ছেড়ে নরসিংদীর আমিরগঞ্জ স্টেশনের পূর্ব পাশের ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা অভিমুখী চাকরিজীবী তিতাস কমিউটার ট্রেনের নিয়মিত যাত্রীসহ ট্রেনের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। পুরাতন ইঞ্জিন দিয়ে ঢাকা-নরসিংদী-আখাউড়া রেলপথে চলাচল করছে এই ট্রেনটি। এতে প্রায় প্রতিদিনই হাজারো যাত্রীকে কোনো না কোনো দুর্ভোগে পড়তে হয়।
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন সংলগ্ন ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খানা বাড়ি থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী স্টেশন এনে রাখা হয়েছে। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/কামাল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]