‌‘স্যার’ না ডাকায় সাংবাদিকের ওপর চটলেন প্রিসাইডিং অফিসার
প্রকাশ : ২১ মে ২০২৪, ১২:৫২
‌‘স্যার’ না ডাকায় সাংবাদিকের ওপর চটলেন প্রিসাইডিং অফিসার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোটকেন্দ্রে স্যার না বলায় সাংবাদিকের ওপর চটলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে নীলমণিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতিকুর রহমান। একই সাথে কেন্দ্রের ভিডিও সংগ্রহেও বাধা প্রদান করেন বলেও অভিযোগ উঠেছে।


ভোট কেন্দ্রে তথ্য সংগ্রহের সময় প্রিসাইডিং অফিসারের পরিচয় জানতে চাইলে তিনি কোনো পরিচয় না দিয়ে তাকে স্যার সম্বোধন করতে বলেন। স্যার না ডাকায় তিনি সাংবাদিকের ওপর চটে যান। ২১ মে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সংবাদকর্মী হুসাইন মালিক বলেন, আমি এই কেন্দ্রের ভোটার। আমি প্রথমে ভোটার হিসেবে ভোট প্রয়োগ করি। এ সময় আমার ক্যামেরা পারসন সাকিব আল হাসান কেন্দ্রের বাইরের ফুটেজ সংগ্রহ করতে বলি কিন্তু প্রিসাইডিং অফিসার তাতে বাধা প্রদান করেন।


পরে আমি সংবাদকর্মী পরিচয় দিয়ে ভাই সম্বোধন করি। কিন্তু স্যার না ডাকায় তিনি চটে যান। আমার সাথে অসদাচরণ করেন। এটা দুঃখজনক ঘটনা। এরপরই আমি রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি।


জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেন, আমরা এ বিষয়টি শুনেছি। ওই প্রিসাইডিং অফিসারকে মেসেজ দেওয়া হয়েছে। উনি ভবিষ্যতে এরকম করবেন না।


উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় ভোটগ্রহণ চলছে। সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৪৯ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৯টি।


বিবার্তা/আসিম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com