রাসিক নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১৯:২৭
রাসিক নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে যাচাই-বাছাই শেষে ৭ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


২৫ মে, বৃহস্পতিবার এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন।


রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে ১৭৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে মেয়র পদে ৪, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ ও সংরক্ষিত নারী আসনে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।


মনোনয়ন বাতিলকৃতরা হলেন, ১৭ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলী, ২২ নম্বর ওয়ার্ডের সাইফুল আজিজ, ৩০ নম্বর ওয়ার্ডের ফয়সাল আল আমিন রাতুল, ২৬ নম্বর ওয়ার্ডের আখতারুজ্জামান কোয়েল, ১৩ নম্বর ওয়ার্ডের মাসুদ রানা, একই ওয়ার্ডের মোহাম্মদ আলাউদ্দিন ও ২৬ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম।


রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সাতজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মূলত ঋণ খেলাপি ও নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা আপিল করতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি হবে।


তিনি বলেন, বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। আগামী তিন দিনের মধ্যে আপিল শেষে তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ২ জুন। প্রার্থীরা ২ তারিখ থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন। আর ২১ জুন অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com