সাভারে গার্মেন্টস কারখানার আড়ালে জাল টাকা তৈরির কারখানা
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৫:৫৮
সাভারে গার্মেন্টস কারখানার আড়ালে জাল টাকা তৈরির কারখানা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে গার্মেন্টস কারখানার ভিতরে জাল টাকা তৈরি করার কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এঘটনায় জাল টাকা তৈরির মূল মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


২৪ মে, বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জমান রিপন।


পুলিশ জানায়, সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় সাখাওয়াত হোসেন নামের এক গার্মেন্টস মালিক তার কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পোশাক উৎপাদন করে আসছিলো। পরে অল্প দিনে বড় লোক হওয়ার স্বপ্ন নিয়ে তিনি কারখানার ভিতরে একটি জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলেন। পরে সেই কারখানায় দীর্ঘদিন ধরে তিনি জাল টাকা তৈরি করে বাজারে ছাড় ছিলেন।


পুলিশ আরও জানায়, সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ডে জাল টাকা তৈরির মালিক সাখওয়াত হোসেন জাল টাকা নিয়ে লিচু কিনতে যায়। এসময় লিচু বিক্রেতাদের জাল টাকা দেখে সন্দেহ হলে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে সাধাপুর এলাকায় ওই জাল টাকা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন পুলিশ। এসময় জাল টাকা তৈরির কারিগর নাজমুল হোসেন ও সুজন মিয়াকে গ্রেফতার করে কারখানা থেকে পঞ্চাশ লক্ষ ১৭ হাজার টাকা, মদের বোতল ও ইয়াবাসহ জাল টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করে।


সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com