রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:৩৬
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুই আরসা সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।


গ্রেফতার হওয়া রোহিঙ্গারা হলেন ১৭ নম্বর ক্যাম্পর সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ১৭ নম্বর ক্যাম্পে দুপুরে একদল দুষ্কৃতকারীর অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছোড়ে। সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষায় এপিবিএনও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়।


রাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় এপিবিএন সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজন দুষ্কৃতকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি এলজি বন্দুক উদ্ধার হয়েছে। গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা আরসা সদস্য। নিহতের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com