ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে প্রস্তুত ২৮৪ মেডিকেল টিম
প্রকাশ : ১৩ মে ২০২৩, ১৭:৫২
ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে প্রস্তুত ২৮৪ মেডিকেল টিম
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ২৮৪টি মেডিকেল টিম গঠন করছে চট্টগ্রাম সিভিল কার্যালয়। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ৫টি করে মোট ৭০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।


একইসঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।


শনিবার (১৩ মে) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।


তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় জেলার ২০০ ইউনিয়নের জন্য একটি করে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।


বিবার্তা/জাহেদ/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com