
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর সাকিব হাসান (১৭) নামের এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) রাত ২টার দিকে নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের চেয়্যারম্যানপাড়ার লাইছুর রহমানের বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
১৯ মে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকৃত মৃতদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত স্কুলছাত্র সাকিব হাসান নাফানগর ইউনিয়নের নাফানগর উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে। সে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের চাচা জাফরুল্লাহ বলেন, শুক্রবার বিকেলে ক্রিকেট খেলার কথা বলে সাকিব হাসান বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধারের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা শনাক্ত করি।
বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সুরতহাল শেষে মৃতদেহ রাতেই থানায় নিয়ে আসা হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]