জ‌ন্মের ৪৮ ঘন্টার ম‌ধ্যে জন্ম‌সনদ নিয়ে হা‌জির চেয়ারম‌্যান
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১৬:২৬
জ‌ন্মের ৪৮ ঘন্টার ম‌ধ্যে জন্ম‌সনদ নিয়ে হা‌জির চেয়ারম‌্যান
না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে জ‌ন্মের ৪৮ ঘন্টার ম‌ধ্যে জন্ম‌নিবন্ধন সম্পন্ন ক‌রে জন্ম‌নিবন্ধন সনদ হা‌তে নি‌য়ে ক্লি‌নি‌কে হা‌জির হ‌য়ে‌ছেন চেয়ারম‌্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু। তি‌নি উপ‌জেলার ৭নং সেখমা‌টিয়া ইউনিয়ন প‌রিষ‌দের দ্বিতীয় বা‌রের মত চেয়ারম‌্যান।


১৯ মে র‌বিবার সকা‌লে নাজিরপুর মে‌ডি‌কেয়ার সা‌র্জিক‌্যাল ক্লি‌নি‌কে নবজাতক শিশু মো. রায়হান সেখ (৪৮) ঘন্টা, তার পিতার হা‌তে এ জন্ম‌নিবন্ধন সনদ তু‌লে দেন।


মো. রায়হান সেখ, সেখমা‌টিয়া ইউনিয়‌নের বুইচাকাঠী গ্রা‌মের মো. র‌ফিকুল ইসলা‌ম সেখ ও মোছা. সো‌নিয়া বেগম দম্প‌ত্তির ছে‌লে।


এসময় উপ‌স্থিত ছি‌লেন না‌জিরপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি মো. আকরাম আলী ডাকুয়া, মে‌ডি‌কেয়ার সা‌র্জিক‌্যাল ক্লি‌নি‌কের পরিচালক ও সাংবাদিক এস এম জা‌হিদ হক, সাংবা‌দিক ম‌শিউর রহমান, হিসাব সহকার‌ি কাম ক‌ম্পিউটার অপা‌রেটর মো. সাইফুল ইসলাম, মেম্বার মো. আলতাফ হো‌সেন, দফাদার মো. শাওন সেখ।


এসময় চেয়ারম‌্যান ব‌লেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলা‌দে‌শে রূপান্ত‌রিত হ‌য়ে‌ছে। আমি প্রায় শিশুর জন্ম‌নিবন্ধন ৪৮ ঘন্টার ম‌ধ্যে করে তা‌দের হা‌তে নিজে গি‌য়ে পৌ‌ঁছে দেই। শুধু আমার এলাকাই নয় দেশের সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এভাবেই নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জন্মসনদ ক‌রে দেয়া উচিৎ। এভা‌বে য‌দি আমরা জন্ম নিবন্ধন কার্ড দেই তাহলে মানুষ হয়রানির হাত থেকে মুক্ত হবে। আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের কাছে জনগণ একটু সেবাই চায়,আমি যত‌দিন চেয়ারম‌্যান আছি এভা‌বেই জনগ‌ণের সেব‌া ক‌রে যাব।


‌বিবার্তা/ম‌শিউর/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com