ঘূর্ণিঝড় 'মোখা': এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
প্রকাশ : ১২ মে ২০২৩, ২৩:০০
ঘূর্ণিঝড় 'মোখা': এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।


শুক্রবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায় রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে শনিবার চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহে বিঘ্নিত হবে। তবে ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।


এছাড়া চট্টগ্রাম, মেগনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ/আংশিক চালু থাকতে পারে।


সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুঃখ প্রকাশ করে বলেছেন, অতিদ্রুত গ্যাস, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com