
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
সোমবার (২০ মে) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা দেশ।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানকে উদ্দেশ করে ইন্সটাগাম পোস্টে বলেন, ‘আমার ভাই আবদুল্লাহিয়ান। তোমার মৃত্যু মেনে নেয়া অনেক কষ্টদায়ক।’
তিনি আরও বলেন, ’ আমি দোয়া করি, হেলিকপ্টার দুর্ঘটনায় যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের আত্মার শান্তির দান করেন।’
রবিবার (১৯ মে) রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (২০ মে) ইরানিয়ান রেড ক্রিসেন্টে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। এরপর দেশটির বিভিন্ন গণমাধ্যম রাইসি এবং আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টারের সকল যাত্রীর মারা গেছেন বলে নিশ্চিত করে।
ইরানি কর্তৃপক্ষ বলছে, হেলিকপ্টারের কয়েকটি মরদেহ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব। ফলে কার লাশ কোনটা তা এখনও শনাক্ত করা যায়নি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]