মঠবাড়িয়ায় ট্রাক চাপায় পরিবার পরিকল্পনা সহকারীর মৃত্যু
প্রকাশ : ২০ মে ২০২৪, ১১:২৪
মঠবাড়িয়ায় ট্রাক চাপায় পরিবার পরিকল্পনা সহকারীর মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক চাপায় মো. খাইরুল ইসলাম পনির (৪৬) নামের এক পরিবার পরিকল্পনা সহকারীর মৃত্যু হয়েছে।


রবিবার (১৯ মে) রাতে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে।


নিহত পনির উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত্যু মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে মঠবাড়িয়ায় দিকে যাচ্ছিলেন খাইরুল। এ সময় পিছন দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।


নিহতের স্বজনরা জানান, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফিরছিলেন। এ সময় তার মোটরসাইকলে বিকল হয়ে পরে। তখন টেনে নিয়ে আসছিলেন। এবং ওই খান বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে কাঠ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সোলায়মান সালেহিন জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।


মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


বিবার্তা/তাওহিদুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com