নড়াইলে নির্বাচনি সহিংসতায় আহত ১০
প্রকাশ : ২০ মে ২০২৪, ১১:১৪
নড়াইলে নির্বাচনি সহিংসতায় আহত ১০
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় ১০ জন আহত হয়েছে। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রবিবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।


সহিংসতার শিকার ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের লিয়াকত মোল্যার সাথে একই গ্রামের সরোয়ার মোল্যার বিরোধ চলে আসছিল । ২১মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই পক্ষ দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিলে উভয় পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে উঠে। এঘটনার জের ধরে রবিবার রাতে মাইজপাড়া বাজারে লিয়াকত মোল্যার লোকজন অতর্কিতভাবে হামলার শিকার হয়।


সরোয়ার পক্ষের হুমায়ুনের নেতৃত্বে জান্নাত,রিয়াজ,নাইম, ওমর, মনিরুলসহ ১০/১২জন হাতুড়ি, লোহার রড, লাঠিশোঠা নিয়ে লিয়াকত মোল্যার লোকের উপর চড়াও হয়ে এলোপাথাড়িভাবে হামলা করলে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ।


বিবার্তা/শরিফু/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com