চুয়াডাঙ্গার দুই উপজেলায় ভোট কাল, ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু
প্রকাশ : ২০ মে ২০২৪, ১২:৫৭
চুয়াডাঙ্গার দুই উপজেলায় ভোট কাল, ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রবিবার মধ্যরাতে শেষ হয়েছে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। দিনক্ষণ অনুযায়ী, ২১ মে, মঙ্গলবার অনুষ্ঠিত হবে এ দুটি উপজেলার ভোটগ্রহণ।


গত ২ মে প্রতীক বরাদ্দ পেয়ে টানা ১৭ দিন ধরে প্রচারণা চালায় প্রার্থীরা। এদিকে, আজ সোমবার (২০ মে) সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটকেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনি সরঞ্জাম। তবে ব্যালট পেপার যাবে আগামীকাল সকালে।


এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


চুয়াডাঙ্গার সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবার ৩ প্রার্থীর মধ্যে রয়েছেন। বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস (আনারস) প্রতীক নিয়ে লড়ছেন। বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক (মোটরসাইকেল) প্রতীক আর (ঘোড়া) প্রতীকের প্রার্থী হয়েছেন নঈম হাসান জোয়ার্দ্দার।


এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান (টিউবওয়েল), হাফিজুর রহমান (চশমা), মামুন-অর-রশীদ (তালা), মিরাজুল ইসলাম কাবা (উড়োজাহাজ) ও শামীম হোসেন (মাইক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাহাজাদী মিলি (কলস) প্রতীক, নুরুন্নাহার কাকলী (হাঁস) প্রতীক ও মাসুমা খাতুন (ফুটবল) প্রতীক নিয়ে লড়ছেন।


একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৪৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩২ হাজার ৪০৮ ও পুরুষ ১ লাখ ৩১ হাজার ৪৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৯টি। ভোট কক্ষের সংখ্যা ৭৪০টি।


আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ৫জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে (দোয়াত-কলম) প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান আইয়ুব হোসেন, (মোটরসাইকেল) প্রতীক নিয়ে কেএম মঞ্জিলুর রহমান, (ঘোড়া) প্রতীক নিয়ে জিল্লুর রহমান, (আনারস) প্রতীক নিয়ে মোমিন চৌধুরী (ডাবু) ও (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে নুরুল ইসলাম ভোট যুদ্ধ করবেন।


ভাইস চেয়ারম্যান পদে (বই) প্রতীক নিয়ে মামুনার রহমান, (তালা) প্রতীক নিয়ে আহমেদ হাবিব খান, (উড়োজাহাজ) প্রতীক নিয়ে আজিজুল হক, (টিউবওয়েল) প্রতীক নিয়ে মকলেছুর রহমান, (পালকি) প্রতীক নিয়ে সোহেল রানা (শাহীন), (মাইক) প্রতীক নিয়ে মাসুম বিল্লাহ, (টিয়া পাখি) প্রতীক নিয়ে আজিজুল হক ও (চশমা) প্রতীক নিয়ে মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু (হাঁস) প্রতীক নিয়ে, কাজল রেখা (ফুটবল) প্রতীক নিয়ে ও মনিরা খাতুন (কলস) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে লড়ছেন।


একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে আলমডাঙ্গা উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ২০২ জন। যার মধ্যে নারী ১ লাখ ৪৬ হাজার ৫৯৫ ও পুরুষ ১ লাখ ৪৮ হাজার ৬০৫ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১৮টি। আর ভোট কক্ষের সংখ্যা হলো ৮০৮টি।


বিবার্তা/আসিম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com