
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তির নাম মেহের জামাল (৫০)। তিনি পেশায় দর্জি।
রবিবার (১৯ মে) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
মেহের কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রবিবার রাত ৮টা থেকে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর মেহের জামাল চৌমুহনী বাজারের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। ওয়াপদা সড়কে পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]