নোয়াখালীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
প্রকাশ : ০৮ মে ২০২৩, ১৪:২০
নোয়াখালীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।


৮ মে, সোমবার সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পতাকা, রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।


শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আ ন ম খায়রুল আনাম চৌধুরী সেলিম, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, জেলা ইউনিটের বোর্ড মেম্বার বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, ফুয়াদ হোসেন, শামছুল হাছান মিরণ, আবু তাহের, যুব প্রধান সানুচিং মারমা বীথী সহ সহস্রাধিক যুব সদস্য।


আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মৌলিক নীতিমালা অনুসরণ করে আর্তমানবতার সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খরা, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অন্যান্য সংকট ও জরুরী মুহুর্তে যেমন- অগ্নিকান্ড, ভবনধ্বস, অভ্যন্তরীণ সংঘাত ইত্যাদি পরিস্থিতিতে সোসাইটির সেবা কার্যক্রম সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে।


বিবার্তা/সবুজ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com