চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ: সব ইউনিয়নে মেডিকেল টিম গঠনের নির্দেশ
প্রকাশ : ০৪ মে ২০২৩, ২১:৩৭
চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ: সব ইউনিয়নে মেডিকেল টিম গঠনের নির্দেশ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডায়রিয়ার প্রকোপ রোধে চট্টগ্রামের  সব ইউনিয়নে মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৫ উপজেলায় ২৬৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (৪ মে) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী সই করা পৃথক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায় দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় এ প্রকোপ বেশি। ডায়রিয়ার প্রকোপ রোধে সব ইউনিয়নে একটি করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ৫টি করে মেডিকেল টিম পুনর্গঠন করে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


এদিকে, ডায়রিয়ায় আক্রান্তের কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডায়রিয়ার প্রকোপ রোধে সময়োপযোগী উদ্যোগসহ সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরেজমিনে পরিদর্শন করে কমিটিকে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।


কমিটির সভাপতি ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি। অন্য সদস্যরা হলেন- চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি (সদস্য সচিব) ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা (সদস্য)। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


সিভিল সার্জনের আদেশে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য সেবা নিশ্চিতের বিষয়টি অতি গুরুত্বসহকারে বিবেচনায় আনতে সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো- সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডায়রিয়া বা পানিবাহিত রোগে চিকিৎসার জন্য পর্যাপ্ত খাবার স্যালাইন, ওষুধ ও চিকিৎসা সামগ্রী মজুত রাখতে হবে। ডায়রিয়া বা পানিবাহিত রোগের চিকিৎসায় জাতীয় গাইডলাইন অনুসরণ করতে হবে। গাইডলাইন অনুযায়ী কলেরা শনাক্তকরণ কিট ব্যবহার করতে হবে। ডায়রিয়া বা পানিবাহিত রোগের চিকিৎসার তথ্য ডিআইএইচএস-২ এর মাধ্যমে রিপোর্ট করতে হবে। রোগের প্রাদুর্ভাব বাড়লে সিভিল সার্জন অফিস ও স্বাস্থ্য অধিদপ্তরে অবহিত করতে হবে। ডায়রিয়া বা পানিবাহিত রোগের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে এবং মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে। দৈনন্দিন ডায়রিয়া রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমে পাঠাতে হবে।


আরেক আদেশে উল্লেখ করা হয়, প্রতি ইউনিয়নে একটি ও প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মেডিকেল টিম পুনর্গঠন করে প্রস্তুত রাখতে হবে। সিভিল সার্জন কার্যালয়ে জেলা কন্ট্রোল রুম (ফোন নম্বর ০২৩৩৩৩৫৪৮৪৩) খোলা থাকবে। ডায়রিয়া বিষয়ে জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করা একান্ত জরুরি। স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও স্যানিটারি পরিদর্শকদের ফোকাল পারসন মনোনীত করে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।


বিবার্তা/এনএস


 


 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com